প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

ছবি
গত মে মাসে (২০২০) এর শেষের দিক থেকে কি মানসিক চাপের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এবং এখনও হচ্ছে... ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই সময়ই আমাদের বাসায় যিনি কাজ করতেন, তার ছেলের একটি সমস্যার কারণে তাকে দেশে যেতে হয়। এরপর লকডাউন এর কারণে তিনি আর ফিরে আসতে পারছিলেন না। আমার মা সিবিজি রুগী। আমার বড় বোন লন্ডনে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই অবস্থায় মা আমার খালার বাসায় থাকলেই ভালো হয়।   আমার দুটি পোষা বেড়ালের মধ্যে হুলো এবং অপরটির নাম ছিলো মলি। একা বাসায়  অসুস্থ অবস্থায় আমি ওদের দেখাশোনা করতে পারছিলাম না। করনা কালীন একা বাড়িতে অসুস্থা অবস্থায় আমার প্রচন্ড প্যানিক ও হচ্ছিলো। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় যিনি কাজ করতেন, তিনি আর জীবিত ফিরে আসবেন না। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, দুর্ভিক্ষ হবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, মানুষ তখন ঘরে ঘরে ধুকে ডাকাতি করবে। এমন একটা ধারণা অনেকেরই হয়েছিলো। প্যানিক থেকে প্রায় আমার নাক থেকে রক্ত পড়ত। দুশ্চিন্তা থেকে পেটে ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছিলো। বেশী টেনশান হতো হুলো মলিকে নিয়ে। আমি ওদের ঠিক মতন দেখাশোনা করতে ...

পিক্সেলেন্ট ফটোগ্রাফি কেইক লড়াই এর ফলাফল । Pixcellent Photography Contest Winner

পিক্সেলেন্ট ব্লগে পিক্সেলেন্ট পরিবারের সকল সদস্যগনকে জানাচ্ছি স্বাগতম।

আশা করছি এখনও আমাদের ব্লগে সাবসক্রাইব না করে থাকলে একটু কষ্ট করে সাবসক্রাইব করবেন।

ফটোগ্রাফি সংক্রান্ত নিয়মিত এই ব্লগে শিখামূলক পোস্ট দেয়া হবে, যেমন ফটোগ্রাফি সাংক্রান্ত বিভিন্ন টিউটোরিয়াল এবং টিপস। আমরা চেষ্টা করব যেন ব্লগ পোস্ট গুলো থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখতে পারবেন। অনেকে অনুপ্রেরণা পাবেন বলেও আমরা আশা করছি।

এই ব্লগে সাবস্ক্রাইব করলে (বা গ্রাহক হলে), যখনি আমরা ফটোগ্রাফি সংক্রান্ত নূতন একটি পোস্ট দিব, আপনারা সাথে সাথে সেটির একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ব্লগ পোস্ট গুলো পড়ে ফটোগ্রাফির প্রতি আপনার ভালবাসা, অনুরাগ এবং আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে নিশ্চিত করে আপনাদের বলতে পারি। আপনি যেন আরও অনুপ্রেরণা পান, সেই চেষ্টাও আমরা করব। ।

“পিক্সেলেন্ট কেইক ও সিঙ্গারা” লড়াই এর ফলাফল জানতে নীচের লিংকটিতে একটু ক্লিক করবেন। চমৎকার একটি জিনিষ আপনাদের জন্যে অপেক্ষা করছে।

পিক্সেলেন্ট ফটোগ্রাফি "কেইক এবং সিঙ্গারা লড়াই" এর ফলাফল

আশা করছি ফিরে এসে আপনারা সবাই পিক্সেলেন্ট এর বিজয়ী সদস্যকে অভিনন্দ জানাবেন। ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে