পোস্টগুলি

pixcellent photography assignment লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

ছবি
গত মে মাসে (২০২০) এর শেষের দিক থেকে কি মানসিক চাপের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এবং এখনও হচ্ছে... ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই সময়ই আমাদের বাসায় যিনি কাজ করতেন, তার ছেলের একটি সমস্যার কারণে তাকে দেশে যেতে হয়। এরপর লকডাউন এর কারণে তিনি আর ফিরে আসতে পারছিলেন না। আমার মা সিবিজি রুগী। আমার বড় বোন লন্ডনে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই অবস্থায় মা আমার খালার বাসায় থাকলেই ভালো হয়।   আমার দুটি পোষা বেড়ালের মধ্যে হুলো এবং অপরটির নাম ছিলো মলি। একা বাসায়  অসুস্থ অবস্থায় আমি ওদের দেখাশোনা করতে পারছিলাম না। করনা কালীন একা বাড়িতে অসুস্থা অবস্থায় আমার প্রচন্ড প্যানিক ও হচ্ছিলো। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় যিনি কাজ করতেন, তিনি আর জীবিত ফিরে আসবেন না। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, দুর্ভিক্ষ হবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, মানুষ তখন ঘরে ঘরে ধুকে ডাকাতি করবে। এমন একটা ধারণা অনেকেরই হয়েছিলো। প্যানিক থেকে প্রায় আমার নাক থেকে রক্ত পড়ত। দুশ্চিন্তা থেকে পেটে ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছিলো। বেশী টেনশান হতো হুলো মলিকে নিয়ে। আমি ওদের ঠিক মতন দেখাশোনা করতে ...

পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ৩ - সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন । Centering Your Subject

ছবি
পিক্সেলেন্ট ফটোগ্রাফি সেপটেম্বার অ্যাসাইনমেন্ট ২: সাবজেক্টকে কখন কেন্দ্রে বসাবেন Pixcellent Photography September Assignment 2:Centering Your Subject এবারের অ্যাসাইনমেন্ট এ আমরা রুল ভঙ্গ করব। গতবারের অ্যাসাইনমেন্ট ছিল "রুল-অব-থারডস" বা "হরাইজন রুল" মেনে ছবি জমা দেয়া। তবে এবারের অ্যাসাইনমেন্টটি হচ্ছে একদম উল্টো। সাবজেক্টকে বসাতে হবে ছবির মাঝখানে।  তবে ইচ্ছে মতন সাবজেক্টকে ছবির কেন্দ্রে বা মাঝখানে বসালেও হবে না। এটাও রুল মেনে করতে হবে। সাবজেক্টকে কখন ছবির মাঝখানে বসানো যাবে, তা জানতে পারবেন এই লিংকে গেলে - https://www.pixcellentphotography.com/2019/09/centering-your-subject.html তাই ছবির ক্যাপশানে এই তথ্য গুলো অবশ্যই থাকতে হবে-    SEPTEMBER_ASSIGNMENT_2 আপনার আইডি (Your ID). ID না থেকে থাকলে এই লিংকে গিয়ে এনরোল করে একটা আইডি তৈরি করে নিন - https://www.pixcellentphotography.com/2019/08/pixcellent-photography-enrollment-form.html   (এনরোল করার পরে আপনার আইডি কি তা জিজ্ঞেস করে নেবেন।  কোন যুক্তিতে আপনি সাবজেক্টকে ফ্রেমের মাঝখানে বসিয়েছেন। ...