প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

ছবি
গত মে মাসে (২০২০) এর শেষের দিক থেকে কি মানসিক চাপের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এবং এখনও হচ্ছে... ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই সময়ই আমাদের বাসায় যিনি কাজ করতেন, তার ছেলের একটি সমস্যার কারণে তাকে দেশে যেতে হয়। এরপর লকডাউন এর কারণে তিনি আর ফিরে আসতে পারছিলেন না। আমার মা সিবিজি রুগী। আমার বড় বোন লন্ডনে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই অবস্থায় মা আমার খালার বাসায় থাকলেই ভালো হয়।   আমার দুটি পোষা বেড়ালের মধ্যে হুলো এবং অপরটির নাম ছিলো মলি। একা বাসায়  অসুস্থ অবস্থায় আমি ওদের দেখাশোনা করতে পারছিলাম না। করনা কালীন একা বাড়িতে অসুস্থা অবস্থায় আমার প্রচন্ড প্যানিক ও হচ্ছিলো। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় যিনি কাজ করতেন, তিনি আর জীবিত ফিরে আসবেন না। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, দুর্ভিক্ষ হবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, মানুষ তখন ঘরে ঘরে ধুকে ডাকাতি করবে। এমন একটা ধারণা অনেকেরই হয়েছিলো। প্যানিক থেকে প্রায় আমার নাক থেকে রক্ত পড়ত। দুশ্চিন্তা থেকে পেটে ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছিলো। বেশী টেনশান হতো হুলো মলিকে নিয়ে। আমি ওদের ঠিক মতন দেখাশোনা করতে ...

পিক্সেলেন্ট ফটোগ্রাফিতে স্বাগতম । Welcome to Pixcellent Photography


মটামটি ফটোগ্রাফি নিয়ে সবকিছু পাবেন আমাদের এই ব্লগে, ইউটিউব চ্যানেলে,  ফেইসবুক পেইজে এবং গ্রুপেআমরা আপনাকে সর্বশেষ ফোটোগ্রাফি কৌশল এবং সফটওয়্যার সংক্রান্ত বিষয় সাহায্য করব ফটোশপ এবং লাইটরুমে আপনার ছবিটি কীভাবে সম্পাদনা করতে হবে তা শেখাব ফটোগ্রাফি সম্পর্কে আপনি আরো শেখার জন্য সতর্ক থাকতে চাইলে, এই ব্লগটি ফলো করুন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং আমাদের ফেইবুক গ্রুপে জয়ন করুন। আমাদের ইমেইলে আপনার ছবি, পোর্টফোলিও এবং প্রশ্ন পাঠান অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। আমরা আপনাদের ছবির উপর মন্তব্য করব, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আপনি আমাদের বাঙালি ফ্লিকার চ্যালেঞ্জ গ্রুপে চ্যালেঞ্জ জিততে পারেন। ফটোগ্রাফি ভিডিও এবং ফটোগ্রাফি ব্লগ দ্বারা আপনাদের কাছে ফটোগ্রাফি সম্পর্কিত সবকিছু উপস্থাপন করব নতুন এবং দক্ষদের জন্যে ফোটোগ্রাফি টিউটোরিয়াল, ফটোগ্রাফি টিপস এবং আরও অনেক কিছু। এমনকি কিভাবে আমরা আপনাদের প্রিয় ছবিটি তুলেছি, তাও আপনাদের দেখাব। যদি আপনি ফটোগ্রাফির শিল্প, বিজ্ঞান এবং ইতিহাস শিখতে আগ্রহী হয়ে থাকেন, তবে এই ব্লগ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনার জন্যে এই ব্লগটি ফলো করুন, আমাদের ইউটিউবে একটি সাবস্ক্রাইব দিন, এবং পিক্সেলেন্ট ফটোগ্রাফি ফেইসবুক গ্রুপ জয়ন করুন ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে