প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)

ছবি
গত মে মাসে (২০২০) এর শেষের দিক থেকে কি মানসিক চাপের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এবং এখনও হচ্ছে... ফেব্রুয়ারি মাসে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই সময়ই আমাদের বাসায় যিনি কাজ করতেন, তার ছেলের একটি সমস্যার কারণে তাকে দেশে যেতে হয়। এরপর লকডাউন এর কারণে তিনি আর ফিরে আসতে পারছিলেন না। আমার মা সিবিজি রুগী। আমার বড় বোন লন্ডনে থাকেন। তিনি সিদ্ধান্ত নিলেন এই অবস্থায় মা আমার খালার বাসায় থাকলেই ভালো হয়।   আমার দুটি পোষা বেড়ালের মধ্যে হুলো এবং অপরটির নাম ছিলো মলি। একা বাসায়  অসুস্থ অবস্থায় আমি ওদের দেখাশোনা করতে পারছিলাম না। করনা কালীন একা বাড়িতে অসুস্থা অবস্থায় আমার প্রচন্ড প্যানিক ও হচ্ছিলো। আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে আমাদের বাসায় যিনি কাজ করতেন, তিনি আর জীবিত ফিরে আসবেন না। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, দুর্ভিক্ষ হবে, ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, মানুষ তখন ঘরে ঘরে ধুকে ডাকাতি করবে। এমন একটা ধারণা অনেকেরই হয়েছিলো। প্যানিক থেকে প্রায় আমার নাক থেকে রক্ত পড়ত। দুশ্চিন্তা থেকে পেটে ব্যথা প্রচন্ড বেড়ে গিয়েছিলো। বেশী টেনশান হতো হুলো মলিকে নিয়ে। আমি ওদের ঠিক মতন দেখাশোনা করতে পারছিলাম না, ওরা যদ

দিগন্ত রেখা কেন সোজা হওয়া প্রয়োজন / Why should horizon lines not be tilted


দিগন্ত এবং রেখা ফটোগ্রাফিতে কেন এত গুরুত্বপুর্ণ?

কারণ মানুষ হিসেবে আমরা সোজা রেখা দেখতে বেশী অভ্যস্ত।বাঁকা বা তেরছা কিছু দেখলে আমাদের অবচেতন মনে ভারসাম্য হাঁড়িয়ে ফেলি।  

চলুন দু’টি ছবি দেখি।মনযোগ সহকারে দিগন্ত রেখা গুলো দেখবেন।

 প্রথম ছবি


দ্বিতীয় ছবি

আপনি কি দু'টো ছবির মধ্যে পার্থক্যটি ধরতে পারছেন?চলুন আবার দেখি



কোন ছবিটিকে বেশী স্বাভাবিক দেখাচ্ছে?
অবশ্যই সোজা দিগন্তের ছবিটি দেখতে বেশী ভাল লাগছে।  

ভবিষ্যতে ফটোগ্রাফির উপর আরও শিখামূলক লেখা (টিপস এবং টিউটোরিয়াল) পড়তে এখনি আমাদের ব্লগে গ্রাহক হোন। 
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৭টি মাস্টার কম্পজিশন যা আপনার অবশ্যই চেষ্টা করা উচিৎ একজন বিগিনার ফটোগ্রাফার হিসেবে

প্রাণী প্রেমের নামে আমাদের হত্যা করা হয়েছে - মলি (২০১৭ - ১১ জুন, ২০২০)